Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্যাম্প সংক্রান্ত তথ্যাদি

 

১।     ক্যাম্পের নাম          : ভৈরব র‌্যাব ক্যাম্প।

২।     ইউনিট/ব্যাটালিয়ন   :   র‌্যাব-১৪, ময়মনসিংহ

৩।     ক্যাম্প কমান্ডার      :  রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ

৪।     অবস্থান                 :   দূর্জয় মোড়, ভৈরব, কিশোরগঞ্জ

৫।     আওতাধীন এলাকা   :  ব্রাহ্মনবাড়িয়া জেলার সকল থানা ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী, অষ্টগ্রাম

৬।   মূল দায়িত্ব             :

 

ক।     আভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান।

খ।     অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য এবং এ জাতীয় অন্যান্য বস্তু সমূহ উদ্ধার করা।

গ।     অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা।

ঘ।     আইন-শৃঙ্খলা রক্ষার প্রেক্ষিতে অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করা।

ঙ।     সন্ত্রাস এবং সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা সম্বলিত তথ্য সংগ্রহ করা।

চ।      ওয়ান্টে এর তালিকা ভুক্ত আসামী ও গুরুত্বপূর্ন  মামলার আসামী গ্রেফতার।

 

 

** মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী সম্পর্কিত যে কোন তথ্য জানাতে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। তথ্য প্রদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা হবে।